
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাচনে ১৮ নং জামিরা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে চারজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে গ্রেফতার করা হয়েছে। আজ আনুমানিক দুপুর দুইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সকলেই স্কুল পড়ুয়া ছাত্র বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে নবম শ্রেণীর ছাত্র সাব্বির, দশম শ্রেণীর ছাত্র অনিক, সপ্তম শ্রেণীর ছাত্র আবু বকর সিদ্দিক এবং সপ্তম শ্রেণীতে পড়ে সীমান্ত বলে জানা গেছে।
রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক আটককৃত চারজনের সাথে কথা বলে জানতে পারে তারা অপ্রাপ্তবয়স্ক, তবে তারা কার পক্ষে ভোট কেন্দ্রে জাল ভোট দিতে এসেছিলেন তা শিকার করেননি।
জামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তারা কেন্দ্রের মধ্যে প্রবেশের চেষ্টা করে এমন সময় তাদেরকে অপ্রাপ্তবয়স্ক মনে করে সন্দেহ হলে একটি কক্ষে আটক করে রাখি। তারা প্রত্যেকে অপ্রাপ্তবয়স্ক হাওয়াই ভোট গ্রহণ শেষে ছেড়ে দেওয়া হতে পারে।
মন্তব্য করুন