শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ১০:০৬ পিএম

অনলাইন সংস্করণ

রামুতে ভুট্টো, উখিয়ায় জাহাঙ্গীর চেয়ারম্যান নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

রামু উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রথমবারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো।

রামু উপজেলার ১১ টি ইউনিয়নে ৪৩ হাজার ২০১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল পেয়েছেন ১৬ হাজার ৪৩০ ভোট। 

 

উখিয়া উপজেলা :

 

উখিয়া উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে উপজেলা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ২০২।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী পেয়েছেন ২৪ হাজার ৫৩৩ ভোট।

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন