
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার মহাস্থানগড়ের রূপালী ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের দায়ে শাখা ব্যবস্থাপক, দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ ওই মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা ইশরাত জাহান ও মাহাতাব হোসেন। এর মধ্যে ব্যবস্থাপক জোবায়েনুরকে তিনটি ধারায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুই জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঁচ বছর এবং তিন গ্রাহককে সাত বছরের সাজা দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে-অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা আত্মসাৎ করেন। তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী আজমল হোসেন।
২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাবার পর থেকে নিখোঁজ হন। ব্যাংক ম্যানেজার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকরা তাদের হিসাব দেখার চেষ্টা করেন।
গ্রাহকরা অভিযোগ করেন তাদের হিসাবের গড়মিল পাওয়া গেছে। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় রায় দেন বিচারক।
মন্তব্য করুন