ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ০৯:২৯ পিএম

অনলাইন সংস্করণ

রোগীদের প্রতি চিকিৎসকদের অবহেলা মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন । ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন,আমি চিকিৎসকদেরও সুরক্ষা দেব রোগীদের ও সুরক্ষা দেব।আমি রোগীদেরও মন্ত্রী চিকিৎসকদেরও মন্ত্রী। চিকিৎসকের অবহেলায় কোন রোগী যেন মারা না যায়।কোন রোগীর প্রতি চিকিৎসকদের অবহেলা আমি কোন ক্রমে মেনে নেব না। কারন মানুষের জীবন একটা।দুইটা না। একটা কাগজে বা ফাইলে ভুল সাক্ষর করলে সেটা সংশোধন করা যায় ।কিন্তু জীবন চলে গেলে সেটা আর ফিরে আসবে না।কাজেই রোগীদের অবহেলার কারণে কোন রোগীর মৃত্যু মেনে নেওয়া হবে না।
 
তিনি আজ শনিবার দুপুরে জেলার পীরগন্জ উপজেলার ২০ শয্যা বিশিষ্ট পীরগন্জ ডায়াবেটিকস এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলে।

মন্ত্রী আরো বলেন, আমি যত জায়গায় যাই কমিউনিটি ক্লিনিকে ব্লাড প্রেসার চেক করি,আমার ডায়াবেটিকস চেক করি। আজকে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য যায়, চিকিৎসা নেয়, তাহলে সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। সাধারণ মানুষ সামান্য কারণে ঢাকা বা বিদেশে যাবে না চিকিৎসা নিতে।

তিনি আরো বলেন, বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর কোন দেশের চাইতে কম নয়।চিকিৎসকের মান অনেক ভাল। কিন্তু সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাহলে আমরা চিকিৎসকদের একটা পর্যায়ে নিয়ে যেতে পারি।

তিনি আরো বলেন, আমাদের প্রতিটি উপজেলা হাসপাতালে ব্যাপক সংকট রয়েছে। এমপি সাহেবরা  সংসদে দাড়িয়ে প্রশ্ন করে ডাক্তার নেই। আমি এটা খুব ভাল করে জানি যে ডাক্তার নেই। আমরা সে লক্ষ্যে কাজ করছি।আমরা আরো কিছু ডাক্তার নিয়ে যেন সমস্যাটি সমাধান করতে পারি।আর আমরা যদি একটি নীতিমালা তৈরী করতে পারি যে ডাক্তাররা গ্রামে যাবে।তারা গ্রামের হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবে।তাহলে চিকিৎসা সেবার মান ফিরে আসবে।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিকস হাসপাতালের সভাপতি জাতীয অধ্যাপক একে আজাদ খান,স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পীরগন্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: ফয়জুল ইসলাম, পীরগন্জ পৌর মেয়র একরামুল হক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।
 

মন্তব্য করুন