মেহেদী মাছুম, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৫:২২ পিএম

অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ভোটগ্রহণ শেষ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা এবং প্রভাব খাটানোর অভিযোগে ১ চেয়ারম্যানসহ ৬ জন কে আটক করা হয়েছে। সকাল ১০ টার দিকে ভাদুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগে  দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক করেন। এরপর কিছুক্ষণ তাকে কেন্দ্রের সামনে বসিয়ে রাখা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়। অন্যদিকে বেলা ১১ টার দিকে পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। জানাযায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর লোকজন কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টার সময় এ ৫ জনকে আটক করে পুলিশ । 

মঙ্গলবার (২১ মে) বেলা ১১টার দিকে দেওয়ান বাচ্চুর লোকজন কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশের তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।

জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে দেওয়ার বাচ্চুর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধর করে। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা ভোটগ্রহণ সম্পুর্ন হয়েছে । সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে  বিকেল ৪টায় সমাপ্তি ঘটে। ২ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় অধিকাংশ  ভোটকেন্দ্রে হাতে গোনা কয়েকজন ভোটার রয়েছে, যার উপস্থিতি সন্তোষজনক ছিল না।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ৫ লাখ ১১ হাজার ৯৬ জন ভোটার রয়েছে। এ দুই উপজেলা ৬ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া আছে। রামগঞ্জে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আনারস প্রতিকে ইমতিয়াজ আরাফাত, মোটরসাইকেল প্রতিকে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, দোয়াত কলম প্রতিকে ফয়েজ বক্স বাবুল, ও ঘোড়া প্রতিকে মো. মোশাররফ মুশু। এ উপজেলায় ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও রায়পুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতিকে মামুনুর রশিদ ও মোটরসাইকেল প্রতিকে আলতাফ হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন। 

মন্তব্য করুন