
প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ
শপথ গ্রহণ করলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। সোমবার (৩ জুন) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এছাড়াও এসময় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ কে এম সাইফুল মোর্শেদ (রিংকু), মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভিন ইতি কেও শপথ বাক্য পাঠ করানো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে।
উল্লেখ্য, পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৫ এপ্রিলের মনোনয়নপত্র জমা, ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ হয়েছে ও ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন