প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উপর ‘অতিরিক্ত শক্তি প্রয়গের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে দাবি করে এই ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

মঙ্গলবার (৩০ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে এই নিন্দা জানান বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে চলমান আন্দোলনে অন্তত ২০৬ জন নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। 

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বোরেলের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে চলাকালীন বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ৬ সমন্বয়কসহ আটকদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আলটিমেটাম

বোরেল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ 

এ সব ঘটনার পরিপূর্ণ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান বোরেল। তিনি বলেছেন, ‘বিক্ষোভকারী এবং অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা অতিরিক্ত এবং প্রাণঘাতী শক্তি ব্যবহারের অসংখ্য ঘটনার জন্য সম্পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’ 

বোরেল আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হবে। এমনকি ইইউ-বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো মাথায় রেখে সব ধরনের মানবাধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

আরবি/জেআই

মন্তব্য করুন