বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সাহায্য করাই যেন কাল হলো

ছবি: সংগৃহীত

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশের ন্যায় বরিশালেও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিপুল সংঘর্ষ হয়। এসময় বেস কয়েকজন শিক্ষার্থী আহত হলেও আন্দোলন চলমান রাখে তারা। তবে আন্দোলন চলাকালীন আন্দোলনকারী শিক্ষার্থীদের পাসে দাঁড়ায় কর্ণকাঠীর স্থানীয় জনগণ।

স্থানীয়রা আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের খাবার পানি সহ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় বিষয়টি বিপুল আকারে প্রচারিত হয় এবং প্রশাসনের নজরে আসে। অগ্নিসংযোগ ও সংঘাতের সাথে সম্প্রিক্ততায় থাকায় বরিশাল পুলিশ ব্যুরো স্থানীয়দের মধ্য থেকে ৩১০ জনের একটি তালিকা করে।

 এ তালিকার মধ্যে বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় অনেককেই পুলিশ জেরা করে। ফলে কর্ণকাঠী স্থানীয়রা বিভিন্নভাবে হেনস্তা হচ্ছে বলে দাবি তাদের।

মন্তব্য করুন