প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:০২ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি :

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  ২৮ জুলাই সোমবার কাকিলাকুড়া ইউনিয়নের কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া’র আয়োজনে   দুস্থ এবং গরীব জনসাধারণের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকাসমূহের ১ হাজার দুস্থ ও অসহায় জনসাধারনকে ফ্রী চিকিৎসা সেবা এবং ১৫০টি চশমা সহ রোগিদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় ফ্রী চিকিৎসা নিতে আসা মলামারী গ্রামের  ৮০ বয়সের বৃদ্ধ  চাঁন মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার আবেদন সেনাবাহিনী যেন এমন উদ্যোগ অব্যাহত রাখে। অপরদিকে সরকারদি গ্রামের সালেহা (৭০) জানান আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে। আমি গরীব মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না। যখন শোনলাম সেনাবাহিনীর ডাক্তার দিয়ে ফ্রী চিকিৎসা করানো হবে। তাই চিকিৎসা নিতে এখানে আসছি। এতেকরে আমি খুব উপকৃত হয়েছি। এমন সেবার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্যামলী, সরকারদী গ্রামের মৃত ইসহাক আলী স্ত্রী মমিরন (৭০) সহ অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর  এমন ফ্রী চিকিৎসা সেবা পেয়ে খুশি। তারা সেনাবাহিনীর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দুস্থ এবং গরীব জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত রাখার অনুরোধ করেন। 

 ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে,  অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে । এধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এসময় সেনাবাহিনীর অফিসার,সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন