প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০২:৪১ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজের সভাপতি হলেন মেজর জেনারেল (অব:)আজিজুল ইসলাম

 

সদরুল আইনঃ

      গাজীপুরের শ্রীপুরে নারী শিক্ষার অনন্য পাদপীঠ মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজের সভাপতি হলেন মেজর জেনারেল (অব:) আজিজুল ইসলাম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের INSO2-1/00157/2017/5516/ ৬০৭৫, ২৩/৩/২০২৫ ইং এক স্মারকে মেজর জেনারেল আজিজুল ইসলামকে সভাপতি করে প্রজ্ঞাপণ জারি করে।তিনি প্রজ্ঞাপন জারির দিন থেকে আগামী দুই বছরের জন্য উল্লেখিত কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,  ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অবৈধভাবে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুল হক ইকবালকে অপসারন করে।

সভাপতি পদে বহু নাটকীয়তা শেষে আজ মেজর জেনারেল (অব:) আজিজুল ইসলামকে সভাপতি পদে দুই বছরের জন্য চুড়ান্ত মনোনয়ন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এদিকে মেজর জেনারেল (অবঃ) আজিজুল ইসলাম সভাপতি পদে নিয়োগ পাওয়ায় প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা, ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন কলেজটির দাতা সদস্য, মিজানুর রহমান খানের সুযোগ্য উত্তরসূরী আলহাজ্ব এ.কে.এম সাখাওয়াত হোসেন খান।

তিনি এ প্রতিবেদককে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।আমি বিশ্বাস করি, শিক্ষানুরাগী নব নির্বাচিত সভাপতি মেজর জেনারেল(অবঃ) আজিজুল ইসলাম তার সুযোগ্য নেতৃত্ব ও দক্ষতা দিয়ে নারী শিক্ষার এ অনন্য পাদপীঠটিকে ভিন্নমাত্রায় নিয়ে যাবেন।

তার দক্ষ নেতৃত্বে কলেজটির বিদ্যমান সংকট সমাধানের পাশাপাশি কলেজটি শিক্ষার নতুন দিগন্তে পা রাখবে। প্রতিষ্ঠাতা পরিবার তার পাশে থেকে সব রকম যৌক্তিক সহযোগিতা করে যাবে।

তিনি নব নিযুক্ত সভাপতির সুদক্ষ নেতৃত্ব ও সুন্দর আগামী কামনা করেন।

মন্তব্য করুন