প্রকাশিত: ৮ জানুয়ারী, ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এবং বরামা এলাকার ২ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদ,পরিবেশ অধিদপ্তর গাজীপুরের গবেষণা কর্মকর্তা মো. মকবুল হোসেন ও একই অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমিন।
এ সময় বরকুল এলাকার মেসার্স মা ব্রিকস, বরামা এলাকার মেসার্স গাজী অটো ব্রিকস নামের ইটভাটা ২টির কার্যক্রম বন্ধ করে কিছু অংশ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ভাটা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২০ ফিটের উপরে উচ্চতা হওয়ার কারণে ভাটার চিমনি ভাঙা যায়নি। তাই উৎপাদন বন্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিস ডেকে ভাটাগুলোর ইট পোড়ানোর চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার সজীব আহমেদ বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করে ইট ভাটাগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুটি ভাটা বন্ধ করা হয়। অবৈধ উপায়ে ইট উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চলবে।'
মন্তব্য করুন