
প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায়, তবে এই স্বাধীনতার অপব্যবহার হলে সেক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী সব সময়ই বলেন, আমাকেও বলেছেন, প্রকাশিত সংবাদে সরকারের ভুলত্রুটি উঠে এলে সেটা গ্রহণ করে সুধরাতে ব্যবস্থা নিতে হবে। কিন্ত কোন গণমাধ্যম যদি সরকারের উন্নয়ন ব্যহত করতে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, স্বাধীনতা ব্যহত করতে.. অপতৎপরতা হয়, তবে সরকার তা প্রতিহত করতে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। আর অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
মন্তব্য করুন