বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৫:৪০ পিএম

অনলাইন সংস্করণ

সারিয়াকান্দির ধান-চাল ও গম কিনবে সরকার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কৃষকদের উৎপাদিত ধান, চাল, গম ও আতপ কিনবে সরকার। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ মে) সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, চলতি মৌসুমে উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহের আওতায় ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৬শ' ১৪ মেট্রিকটন চাল, ৩২ টাকা কেজি দরে ৮শ' ৯৭ মেট্রিকটন বোরো ধান, ৯০ মেট্রিকটন গম এবং ১৮ মেট্রিকটন আতপ সংগ্রহ করা হবে। 

বুধবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন ইউএনও তৌহিদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিফুল ইসলাম , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম রব্বানী, মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

 

মন্তব্য করুন