বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০৭:২৬ পিএম

অনলাইন সংস্করণ

সার্জেন্ট আমিনুলের পদোন্নতি

ছবি সংগৃহীত

বরিশাল মেট্রোপলিট পুলিশে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মোঃ আমিনুল কবিরকে টিআই র‌্যাংক ব্যাচ পড়ালেন বিএমপি কমিশনার মো: জিহাদুল কবির বিপিএম পিপিএম। গতকাল ১৯ মার্চ রোজ মঙ্গলবার বিএমপি সদরদপ্তরে সার্জেন্ট থেকে সদ্য পদোন্নতি পাওয়া আমিনুল কবিরকে এই র‌্যাংক ব্যাচ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক এসএম তানভীর আরাফাত পিপিএম আমিনুল কবিরের দুই মেয়ে মোসা: আমিনা কবির ও মোসা: আদিবা কবিরসহ অন্যান্যরা।

এ বিষয় টিআই মো: আমিনুল কবির বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ কমিশনার জিহাদুল কবির (বিপিএম) (পিপিএম) স্যার, উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত স্যার-পিপিএমবার ইন্সপেক্টর পদোন্নতির র‌্যাংক ব্যাচ কাঁধে পড়ানোর জন্য। এই আয়োজনে আমার সাথে ছিলেন স্ত্রীসহ দুই মেয়ে। কৃতজ্ঞা জানাই এডিসি রুনা লায়লা স্যার, টিআই প্রশাসন বিদ্যুৎ চন্দ্র দে স্যার, টিআই আ: রহিম স্যারসহ ট্রাফিকের অন্যান্যদের প্রতি। বিশেষ বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ব্যাচমেট সার্জন্ট মো: রানা মিয়ার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবে চাকুরী জীবনের শুরু থেকে সততার সাথে যেভাবে নিজের দ্বায়িত্ব ও কর্তব্য পালন করেছি ভবিষ্যতেও যেন সেই ধারা অব্যাহত রেখে কাজ করতে পারি।

মন্তব্য করুন