মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০৯:৩০ পিএম

অনলাইন সংস্করণ

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, আহত বাবা-মা

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে শাওন মন্ডল নামের এক আট বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বাবা-মা। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই ঘটনা। 

নিহত শাওন মন্ডল উপজেলার চন্ডিবরদী গ্রামের শইলেন মন্ডল ছেলে। এতে আহতরা হলেন, শইলেন মন্ডল (৪০) ও তার স্ত্রী মনিকা মন্ডল (৩২)। 

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিমতলা থেকে একটি রিকশা কুচিয়ামোড়ার দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আশা মাওয়াগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই শিশু নিহত হয়। এ ঘটনা শিশুর বাবা-মা গুরুতর আহত হয়। ঘাতক পিকআপ ভ্যান চালক জহিরুল ও পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আটক কালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন