
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ ইব্রাহিম সেনবাগ নোয়াখালী প্রতিনিধিঃ
বেগমগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া কোটের বাড়ির আবদুল হাইয়ের ছেলে মোঃ জসিম উদ্দিন প্রকাশ সুজন(৩০)গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ৬ এপ্রিল রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন, চৌমুহনী পৌরসভাস্থ পৌর ০৪নং ওয়ার্ড চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে ওসি ডিবি নোয়াখালী মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই(নি.) মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামীকে গ্রেফতার করেন এবং তার হেফাজত হইতে ০২ বোতল ফেন্সিডিল এবং আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার কাছে আরো ৭০ বোতল ফেন্সিডিল বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভাস্থ, পৌর ৭নং ওয়ার্ড, জনৈক হাজী শরীফ এর বাড়ির দক্ষিন পার্শ্বে ধৃত আসামী জসিম উদ্দিন প্রঃ সুজন এর সেমিপাকা ভাড়াটিয়া টিনসেট দোকান ভিতরে রয়েছে মর্মে জানান, উক্ত সূত্রের ভিত্তিতে আসামীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীর দেখানো মতে ঘটনাস্থল হইতে ৭০ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭২ বোতল ফেন্সিডিল জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।এ ঘটনায় গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন