কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০১:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

সেবাশ্রম ফাউন্ডেশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব

ছবি: রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪ বাছাই পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শাহেদল ইউনিয়নসহ আশেপাশের সকল প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মঙ্গলবার ১৫ই রমজান সকাল ১১ ঘটিকায় হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন আল জামিয়াতুল কাদিরিয়া মাদ্রাসা প্রঙ্গনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই বাছাই পর্ব অনুষ্ঠানে ৫০ জন প্রতিযোগির মধ্য থেকে সেরা ১১ জন শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওঃ মুফতি জুয়েল সহ ফাউন্ডেশনের দায়িত্বশীল সকল সদস্য বৃন্দ। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম আকাশ জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি কিন্তু এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে ঘরে ঘরে কুরআনের আলো পৌঁছে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা ফুটিয়ে তুলতে আমাদের এই আয়োজন। আমাদের ইচ্ছে আগামীতে এই প্রতিযোগিতা বড়সর করে উপজেলা ভিত্তিক আয়োজন করা।

আয়োজক কমিটি জানান, ১৬ রোজার পর যে কোনো দিন জেলা, উপজেলা সহ সকল সামাজিক, রাজনৈতিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন