
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক এ টি এম তুরাবের নিহতের ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা।
তবে পুলিশ সেটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। অভিযোগে অজ্ঞাতনামা ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়।
গত বুধবার রাতে কোতোয়ালি থানায় এ অভিযোগ দেন তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ। এ সময় সাংবাদিক সংগঠনের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন লিখিত অভিযোগটি গ্রহণ করেন।
জানতে চাইলে আজরফ বলেন, ‘আমরা তো জিডি করতে যাইনি, মামলা করতে গিয়েছিলাম। পুলিশ যদি আগামী শনিবারের মধ্যে মামলা হিসেবে গ্রহণ না করে তাহলে রোববার আদালতের স্মরণাপন্ন হব।’
উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, তুরাবের মৃত্যুর ঘটনায় আগেই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। তাঁর ভাইয়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। দুটি একসঙ্গে তদন্ত করা হবে।
আরবি/ এইচএম
মন্তব্য করুন