তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ১১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

হারিপুর গ্রামবাসীর পক্ষে চেয়ারম্যান ময়নাকে সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামবাসীর পক্ষ থেকে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লুৎফর হায়দার রশিদ ময়নাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরের দিকে হরিপুর স্কুল মাঠে আলোচনা সভা ও খাবারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাধাইড় ইউনিয়ন ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি পরিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, শিক্ষক সমিতির সভাপতি ও  চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, কামারগাঁ ইউনিয়ন ইউপির উত্তর শাখার সম্পাদক নির্মল সরকার, কামারগাঁ ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ করিম, ৮ নম্বর ইউপি সদস্য মতিউর রহমান, আগা খান, শিক্ষক জাহাঙ্গীর, মোস্তফা প্রমুখ।

এসময় ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ছাড়াও গ্রামের পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন