ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ০৬:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি টাইগারদের

ছবি সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ভালো রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসের। ওপেনার লিটন দাস টানা দুই ম্যাচে ব্যাক টু ব্যাক গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। দিলশান মাদুশঙ্কার বলে দুনিথ ওয়াল্লাগের হাতে ক্যাচের শিকার হন লিটন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৭৫ ও ব্যক্তিগত ৪০ রানে মাদুশঙ্কার দ্বিতীয় উইকেটের শিকার হন টাইগার অধিনায়ক। সৌম্য সরকার খেলেন ৬৬ বলে ৬৮ রানের দারুন একটা ইনিংস।

মন্তব্য করুন