মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০১:১২ এ এম

অনলাইন সংস্করণ

৫ জনের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি সংগৃহীত

জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনার কারন অনুসন্ধানকল্পে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী এবং সদস্যরা হলেন,  মো: ফজলুর রহমান, পিডিবি'র নির্বাহী প্রকৌশলী ও দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)।

গঠিত তদন্ত কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপট করতে পারবেন।

এদিকে জেলা প্রশাসক মৌলভীবাজার ড. উর্মি বিনতে সালাম মৃত পরিবারের অনুকূলে ৫০,০০০ টাকা প্রদান করেছেন। জেলা প্রশাসক ও জিএম, পল্লী বিদ্যুৎ সমিতি হাসপাতালে চিকিৎসারত পরিবারের অপর সদস্য এর উন্নত চিকিৎসা ও অন্যান্য সকল সহযোগিতার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন