মেলার স্টল ঘুরে ঘুরে পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা।
দেশীয় নকশায় মালা শাড়ি রয়েছে জায়া নামের স্টলে।
অনলাইনভিত্তিক প্রতিটি দোকানে ছিল বাহারি সব গয়না।
শরৎ ও শারদীয় মেলা উপলক্ষে তৈরি ফটক।
গয়না গলায় পরে দেখে নিচ্ছেন এক ক্রেতা।
ক্রেতাকে পণ্য দেখাচ্ছেন বিক্রেতা।
বাহারি চুড়ি বাছাই করে কিনছেন তরুণীরা।