
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিবেশবান্ধব গ্রাম বাস্তবায়ন কমিটির আয়োজনে মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিসের সহযোগিতায় গতকাল বুধবার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ০৮ টি গ্রাম পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বাবলু টপ্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা: এম.এ. হালিম লাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, কানুদাশপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক এরশাদ আলী প্রধান, রসুলপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মজিবুর রহমান, জয়ন্তীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শাহিন মিয়া প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, পরিবেশ বান্ধব গ্রাম গঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর একটি প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশের কোন ক্ষতি না করে কিভাবে এর যত্ন নিশ্চিত করে সহবস্থানে থাকা যায় এটি অনন্য একটি উদাহরণ। এই কার্যক্রম বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে ধন্যবাদ যার প্রতিফল আজকে এই গ্রামগুলো ঘোষনা হচ্ছে। এটি যাতে চলমান থাকে তার জন্য প্রত্যেককে সচেতন ও কাজ চলমান রাখার পরামর্শ দেন। শেষাংশে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এর মিঠাপুকুর, আলাদীপুর ভবানীপুর, তুলশীপুর, সুলতানপুর, রসুলপুর, নয়ানীফরিদপুর, জয়ন্তীপুর, কানুদাশপাড়া গ্রামগুলোকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করেন।
মন্তব্য করুন