প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

 

 মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

 

নরসিংদীর মনোহরদী উপজেলার এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার (৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও – জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথি অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)। রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট, ডাইনামিক)। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।

 

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), নিরঞ্জন দাস (সিনিয়র শিক্ষক, এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়) ও অন্যান্য স্থানীয় শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির। সমাপনী বক্তব্যও তিনি প্রদান করেন।

 

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরবর্তীতে সাগরদী বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন রোটারি মো. আল-আমিন।

 

রোপণ কার্যক্রমে অংশ নেয় রোটারি ক্লাব অব কাকরাইল ঢাকা ও রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক।

সমন্বয়কারী ক্লাব: রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন।

সহযোগিতায়: নরেন্দ্রপুর রয়েল ক্লাব, চর আহাম্মদপুর আল ইহসান ফাউন্ডেশন ও বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদ।

মন্তব্য করুন