প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৯:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর নজিপুরে 'হাতি-ঘোড়া' নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাতি ও ঘোড়া নিয়ে  আনন্দ শোভাযাত্রাতে অংশগ্রহণ করে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডসহ প্রধান-প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রায় হাতির পিছনে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জমকালো আয়োজন জুড়ে ব্যান্ডপার্টির বাজনার তালে-তালে নেতাকর্মীদের মুখে-মুখে চলে নানা রকম স্লোগান। এমন আয়োজনটি মহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) লাইভ ও ভিডিও পোস্টের মাধ্যমে 'টক অফ দ্যা পলিসি' পরিণত করেছে। 

পরে নজিপুর পাবলিক মাঠে ও নজিপুর বাসস্ট্যান্ডে পৃথক আয়োজিত সমাবেশে নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান ও আমজাদ হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর সবুর খান, ঘোষনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আল আমিন, দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা  আব্দুস সামাদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী সুলতানা ও মৌসুমি মৌ, ধামইরহাট উপজেলার মহিলা দলের নেত্রী বেলি প্রমুখ।

এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নাজিবুল্লাহ চৌধুরী সমর্থক অসংখ্য নেতাকর্মী  আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন