প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৯:৪০ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জশনে জুলুসে শাহ মালেকীয়া যুব কমিটির পক্ষ থেকে ১০ হাজার মেহমানকে শরবত বিতরণ

 

চট্টগ্রামে অনুষ্ঠিত পবিত্র জশনে জুলুস উপলক্ষে আগত মেহমানদের সম্মানে শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ (অরাজনৈতিক ও তাসাউফভিত্তিক সংগঠন) প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঠাণ্ডা শরবতের পানি বিতরণ করে।

মুরাদপুর মোড়ের জামান হোটেলের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অব্যাহত এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন জিয়াউল হক আল-মালেকী, বোরহান উদ্দীন আল-মালেকী, মাওলানা রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, সাইফুল ইসলাম সাইফ, জনি, আবির, হাফেজ আবদুল করিম ও হাসান প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ। শেষপর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

মন্তব্য করুন