
প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে অনুষ্ঠিত পবিত্র জশনে জুলুস উপলক্ষে আগত মেহমানদের সম্মানে শাহ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ (অরাজনৈতিক ও তাসাউফভিত্তিক সংগঠন) প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঠাণ্ডা শরবতের পানি বিতরণ করে।
মুরাদপুর মোড়ের জামান হোটেলের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অব্যাহত এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন জিয়াউল হক আল-মালেকী, বোরহান উদ্দীন আল-মালেকী, মাওলানা রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, সাইফুল ইসলাম সাইফ, জনি, আবির, হাফেজ আবদুল করিম ও হাসান প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ। শেষপর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।
মন্তব্য করুন