প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৯:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

কোম্পানিগঞ্জে আলোচিত ধলাই সেতু নিচ থেকে অবৈধ বালু উত্তলনকারী ২ জন গ্রেফতার


 

প্রতিনিধি;মোঃমানিক মিয়া:


কোম্পানীগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে    ২ জনকে আটক করেছে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।  আটককৃত আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে পুলিশের অভিযানিক দল তাদের আটক করে।আটককৃতরা হলেন, উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত কুটি মিয়া'র পুত্র মো. আজিম উদ্দিন (২০) ও নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজির গ্রামের আব্দুল বারিকের পুত্র আলাল মিয়া (২৫)।এদিন পৃথক আরেক অভিযানে উপজেলার মোস্তফা নগর গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র মোহাম্মদ আজিজ ওরফে আজিদ মিয়া (৫৯)। তিনি অবৈধভাবে বালুপাথর উত্তোলনের দায়ে এজাহার নামিয় আসামি।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যম আসামি ২জনকে ৩ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন