বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ১২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

মতামত জানাতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

ছবি: রূপালী বাংলাদেশ

নির্বাহী আদেশে আজ (বুধবার) নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। এ বিষয়ে আজ যেকোনো সময়ে জারি হতে পারে প্রজ্ঞাপন। বুধবার সকালে এ সংক্রান্ত মতামত জানতে চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠি পেয়ে বৈঠকে বসেছে আইন মন্ত্রণালয়।

আজ বুধবার (৩১ জুলাই) আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে তার আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে স্বরাষ্ট্র  মন্ত্রণালয় বুধবার সকালে একটি চিঠি পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করা হবে। 

আপর দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি নিয়ে বৈঠকে বসেছে আইন মন্ত্রণালয়। বৈঠক শেষে মতামত জানিয়ে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে আজ বুধবার সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানা গেছে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে।

গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে।

আরবি/জেআর

মন্তব্য করুন