রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

এবি পাটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে তুলে নেয়ার অভিযোগ

এবি পাটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

এবি পাটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে (গত ১৯ জুলাই') জাতীয় প্রেস ক্লাবের সামনে গুলিবিদ্ধ হন, সাবেক ছাত্রনেতা, ও এবি পাটির সদস্য সচিব, গণমাধ্যম ব্যক্তিত্ব, মুজিবুর রহমান মঞ্জু। 

মঞ্জুর সহধর্মিণী জানিয়েছে রাজধানীতে একটি হাসপাতালে তার অপারেশন হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাত সাড়ে বারোটায় হাসপাতাল থেকে উঠিয়ে  নিয়ে যায় সাদা পোশাকধারী একদল লোক।

এবি পাটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। মুজিবুর রহমান মঞ্জুকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নেয়ার উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মিডিয়া সেলে দায়িত্বে থাকা সদস্য মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।

অলিদ তালুকদার জানান, সোমবার ( ২৯ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর গতকাল (৩০ জুলাই) মঙ্গলবার, বিকেল সাড়ে পাঁচটায় ডিবির একটি টীম ধানমন্ডি ২৮ মুজিবুর রহমান মঞ্জুর বাসায় গিয়ে বাসাতে আরও অভিযান চালায়। বাসায় কিছুক্ষণ পর অভিযান চালিয়ে পুনরায় আবারও ডিবির টিম মুজিবুর রহমান মঞ্জুকে মিন্টু রোডে নিয়ে আসে। তখন ডিবির পক্ষ থেকে মুজিবুর রহমান মঞ্জুর পরিবারকে জানিয়ে দেয়া হয়, মুজিবুর রহমান মঞ্জুর ব্যবহারকৃত দুটি মোবাইল ফোন ডিবির অফিসে নিয়ে হাজির হতে।

মুজিবুর রহমান মঞ্জুর সহধর্মিণী গতকাল সন্ধ্যায় মিন্টো রোডে ডিবির অফিসে এসে দুটি মোবাইল ফোন ডিবির অফিসে হস্তান্তর করেন। এতে মুজিবুর রহমান মঞ্জুর সাথে পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া দায়িত্বে থাকা মোহাম্মদ অলিদ তালুকদার।

গত ১৯ জুলাই শুক্রবারে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও গনহত্যার প্রতিবাদে এক শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে পুলিশের গুলিতে উনি আহত হয়েছিলেন, বেশ কয়েকটি রাবার বুলেট শরীরে থাকায় সার্জারী করতে হয়েছে গত কয়েকদিন আগে। উনি এখন বেশ অসুস্থ্য। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মন্তব্য করুন