প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

কোথায় কবর দেয়া হবে ইসমাইল হানিয়াকে

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর হামাসের ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন ইসলামী দলগুলো নেতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। তেহরানে জানাজা পড়ানোর পর নিহত হামাসপ্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেওয়া হবে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) তেহরানে তার জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। আর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেহরানে জানাজা শেষ হলে হানিয়ার মরদেহ দোহায় নেওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন হামাসপ্রধান।

আরও পড়ুন: হানিয়া হত্যা; বিশ্বের ইসলামী নেতাদের নিন্দা

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, আগামী শুক্রবার দোহায় ইসমাইল হানিয়াকে কবর দেওয়া হবে।

এর আগে, বুধবার (৩১ জুলাই) ইরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি। সেখানে গুপ্তহামলায় প্রাণ হারান হামাসপ্রধান।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসস্থানে ‘ইহুদিবাদী গুপ্ত হামলার’ ঘটনা ঘটেছে। এতে ৬২ বছর বয়সী হামাসপ্রধান ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।

 

আরবি/জেআই

মন্তব্য করুন