বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

জামায়াত-শিবির নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

অবশেষে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো জামায়াত-শিবিরের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইনের ১৮'র ১ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৪টায় প্রতিক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গতকাল বুধবার এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়া হয়। আইন মন্ত্রণালয়ের মতামত আসার পর ধারণা করা হয়েছিলো বুধবারই প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্ত গণমাধ্যম কর্মীরা দিনভর অপেক্ষার পর প্রজ্ঞাপন না হওয়ায় ফিরে যান তারা।  

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে।

গত মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে।

আরবি/জেডআর

মন্তব্য করুন