
প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ওই শিশুদের মধ্যে আমার সন্তান থাকতে পারত। ওই মানুষগুলোর মধ্যে আমি-আপনি থাকতে পারতাম। যেদিন প্রথম গুলি চলেছে সেদিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে দুই চোখের পাতা এক করতে পারিনি। একটি গণতান্ত্রিক দেশে এমনটা হতে পারে না। এসব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে প্রকাশ্যে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে প্রতিবাদে নেমে এভাবেই বললেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন শোবিজ তারকারা। এ সময় বাঁধন কথাগুলো বলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এবং সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আজ সড়কে নামেন সংস্কৃতিকর্মীরা।
এসময় বাঁধন আরও বলেন, যে অন্যায়-অবিচার-নিপীড়ন করা হয়েছে বা করা হচ্ছে এখনো, যেভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, তাহলে আমার বলার কিছু নেই। কারণ আমার একটি ১২ বছরের সন্তান আছে। আমি নিজে এ দেশের নাগরিক। আমার বিদেশি কোনো পাসপোর্ট নেই। আমি এই দেশেই থাকব এবং এই দেশটি আমার। এই দেশটি আমরাই সংস্কার করব।
মন্তব্য করুন