প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ০৯:৪২ পিএম

অনলাইন সংস্করণ

দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হলেন প্রথিতযশা সাংবাদিক দেলোয়ার কবীর

 

সদরুল আইনঃ

       দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকায় ঝিনাইদহের প্রখিতযশা সাংবাদিক দেলোয়ার কবীর জয়েন্ট করেছেন।

তিনি আজকের কাগজ,ডেইলী স্টারসহ দেশের প্রথম শ্রেনীর বহু পত্রিকায় ইতোপূর্বে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

স্মৃতির পাতা রোমন্থন করে বলতেই হয়, এক সময় দেলোয়ার কবীর শৈলকুপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছিলেন তখন আমি ছিলাম কোষাধক্ষ্য।আধ্যাপক বিমল সাহা ( ইত্তেফাক), প্রয়াত অধ্যাপক কমল সাহা ( দৈনিক সংবাদ) ছিলেন সিনিয়র সহসভাপতি, দীরাজ মাহমুদ দপ্তর সম্পাদক।

এরপর শৈলকুপা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব আমি নিই, তখন দেলোয়ার ভাই সহ-সভাপতির দায়িত্ব গ্রহন করেন হাসিমুখ এবং অপর পদগুলো অপরিবর্তিত ছিল।

এছাড়াও আমাদের সাথে যুক্ত ছিলেন সেসময়ের আজকের কাগজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজকের এটিএন বাংলা ও এটিএন নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শ্রদ্ধেয় নিজাম উদ্দিন জোয়ারদার বাবলু ভাই।

সুদীর্ঘ ২৮ বছর পর গতরাতে আকস্মিক দেলোয়ার ভাইয়ের ফোন পেয়ে চমকে উঠলাম।মূহর্তে নষ্টালজিয়ায় আক্রান্ত হয়ে ফিরে গেলাম অতীতের বিলুপ্ত প্রায় স্মৃতির পাতায়।এক সাথে পথ চলার স্মৃতিময়তার গভীরে হারিয়ে গেলাম দুজনেই।

দেলোয়ার ভাই অকপটে বললেন, সদরুল তোমার প্রতিভাকে এখনো শ্রদ্ধা করি।তোমার আপোষহীন লিখনী, সাড়া জাগানিয়া রিপোর্টিং এখনো মনে রেখেছে শৈলকুপাবাসি।চায়ের আড্ডায়, সাংবাদিক মহলের একান্ত আলোচনায়,এমনকি রাজনৈকিক অঙ্গনে এখনো তুমি আলোচিত ও জীবন্ত মুখ।

অন্যরকম এক ভাললাগার অতল গহীনে আমি হারিয়ে গেলাম দেলোয়ার ভাই আর জন্মতীর্থ শৈলকুপার ফেলে আসা হাজারো স্মরণের বালুকাবেলায়।

মন্তব্য করুন