
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫, ১১:৪১ এ এম
অনলাইন সংস্করণ
সদরুল আইনঃ
গাজায় বর্বরোচিত হামলা ও বৈশ্বিক সংহতি প্রকাশের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় আজ পালিত হবে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি।
এতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষসহ সর্বস্তরের জনতা অংশগ্রহন করবেন বলে জানা গেছে।এছাড়া ষব শ্রেনী পেশার মানুষকে গাজাবাসির সঙ্গে সংহতি প্রকাশের জন্য আহবান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, গত ১৮ মাসে ইজরায়েল বর্বরোচিত হামলার মাধ্যমে ফিলিস্তিনের ষাট হাজারের অধিক মানুষকে হত্যা করেছে এবং সর্বশেষ তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে চলেছে কিন্তু তবুও বিশ্ব বিবেক চুপ।
কিন্তু আমরা আর চুপ থাকতে চাই না। আমাদের ফিলিস্তিনি ভাইবোনেরা সারাবিশ্বকে আহ্বান জানিয়েছে তাদের সমর্থন জানিয়ে বিশ্বব্যাপী হরতাল পালনের জন্য।
তাই আমরা শ্রীপুরের সর্বস্তরের জনগণ মাওনা চৌরাস্তায় বিকেল ৫ টায় সবাইকে আহবান জানাচ্ছি আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যোগদান করার জন্য।
কাল বিকেলে ❝নো ওয়ার্ক, নো স্কুল❞
কর্মসূচি একত্রিতভাবে পালন করবো ইনশাআল্লাহ। সবাই চলে আসবেন নিজ নিজ বিবেকের তাড়নায়।
তারা জানান, আজকের বিক্ষোভ মিছিলে গাজীপুর-৩ আসনের অভিবাবক মেজর অব: আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন