প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

সোমবার(৭ এপ্রিল)সকালে জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ মনোহরদী থানা শাখার আয়োজনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

জাতীয় উলামা-মাশায়েখ আইম্মাহ পরিষদের মনোহরদী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও.শফিউল্লাহ্ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর ইসরায়েল এর বর্বর হামলা ও গণহত্যা বন্ধের দাবী জানান এবং সকলকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান করেন। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উলামায়ে কেরাম,বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন