
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ
রনজিত রায়, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে রবিবার ( ৪ মে ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে ছিলেন
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি )ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর অর্থায়নে ক্রয়কৃত পণ্য বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ,দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
বাইসাইকেল , সিলিং ফ্যান , হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেজাউল ইসলাম , নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম রাজা, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান।
উল্লেখ্য, নবাবগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
মন্তব্য করুন