প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে ঝুট গুদামের আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 

সদরুল আইন/ নাজমূল হুদা সাদ্দামঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। 

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।

তিনি জানান, আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১১টা ৫০ মিনিটে বের হয়ে ঘটনাস্থলে গিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

পরে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৬ ইউনিট। তবে আগুন পাশের একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও এ অগ্নিকাণ্ডে হতাহতের খব র পাওয়া যায়নি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়েছে। 

বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন