প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত

 

 

মো.এমরুল ইসলামঃ

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে রুবেল মিয়া (৩৩) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামে অপর এক ট্রলির শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত হৃদয় বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে যাচ্ছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অংশ (ইঞ্জিন) উল্টে যায়। এতে রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রলি থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে হৃদয় মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন