প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৬:১৯ পিএম

অনলাইন সংস্করণ

যশোরে স্বামীর জিবন রক্ষা করতে গিয়ে ভাইয়ে হাতে বোন খুন.

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

স্বামীর জিবন রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে গৃহবধূ শারমিন (৩৫)।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে যশোর সদরের সুজলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শারমিনের স্বামীর নাম শিমুল হোসেন, তিনি পেশায় রিকশাচালক। তারা সুজলপুর গ্রামের শাহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

নিহতের স্বামী শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, তার স্ত্রী শারমীন তার বড়ভাই খোকন মোল্লার স্ত্রীর কাছে দুই হাজার  পাওনা টাকা।গতকাল বুধবার সকালে টাকা চাইতে গেলে ভাবির সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওইসময় খোকনের মেয়ে মিম্মা সেখানে গেলে তাকে সরিয়ে দেন শিমুল। এরপর মেয়েটি ঘরে থাকা তার বাবা খোকনকে জানায় তাকে মেরেছে ফুফা (শিমুল)। তখন খোকন মোল্লা ঘর থেকে একটি হাঁসুয়াদা (ধারাল অস্ত্র) এনে শিমুলকে মারতে উদ্যত হন। আর তখন ঠেকাতে গিয়ে ঘাড়ের বামপাশে আঘাতপ্রাপ্ত হয় শারমিন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত যশোর সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শারমীনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২টার দিকে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে তার ধারণা।

এ বিষয়েযশোর কোতোয়ালি  মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাওনা টাকা নিয়ে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামি আটকে চেষ্টা করা হচ্ছে বলে জনান।

মন্তব্য করুন