প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৩:২০ পিএম

অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

 

 

রনজিত রায় নবাবগঞ্জ দিনাজপুর:

দিনাজপুরের নবাবগঞ্জে খড়ি বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকা পিষ্ট হয়ে কামরুজ্জামান (৪৪) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে নবাবগঞ্জ-দাউদপুর সড়কের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান হেয়াতপুর গ্রামের  গোলাম মোর্তুজার ছেলে এবং হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে দাউদপুর থেকে মোটরসাইকেল যোগে শিক্ষক কামরুজ্জামান নবাবগঞ্জের দিকে আসছিলেন। এসময় নবাবগঞ্জ-দাউদপুর সড়কের ব্রাক অফিসের সামনে এসে পৌছালে একটি খড়ি বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গেলে দ্রুত গামী একটি ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর খড়ি বোঝাই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই মোঃ মাহমুদুর রহমান বলেন পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন