প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:১১ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।

অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয় এবং ১২০টি অবৈধ ভবন ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

এছাড়া, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে যশোর, চাঁদপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

 যশোরের চৌগাছায় ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা করা হয়। কুমিল্লায় প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 নারায়ণগঞ্জের তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ সুরক্ষা, বনভূমি সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মন্তব্য করুন