
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ
"নিরাপদ সড়ক আমাদের অঙ্গীকার"- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার উপজেলার শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের সাথে শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের সাথে নিরাপদ সড়কের বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ। সচেতনতামুলক আলোচনা সভায় বক্তারা বক্তব্যে বলেন, রোড সেফটি ও সড়ক দুর্ঘটনা যাতে না হয় এবং শিক্ষার্থীরা নিরাপদ সড়ক গড়তে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহব্বান জানান। সচেতনতামুলক সভায় প্রায় ৬' শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন