
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি। পরে প্রধান অতিথি বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, আলিফ।
হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন, জাগৃতির সভাপতি মো. ওসমান, কামালপাড়া যুব সংঘ সভাপতি মো. ওসমান গনি ও উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত হয় উজ্জীবন ক্লাব। শ্রেষ্ঠ যুব সংগঠক সোহেল রানা (জাগৃতি), সফল আত্মকর্মী (পুরুষ) মো. নাজিম উদ্দিন, সফল আত্মকর্মী (নারী) রিনা পুরস্কার লাভ করেন। এছাড়া নয়জন উদ্যোক্তাকে এক লাখ টাকা করে যুব ঋণ প্রদান করা হয়।
এদিন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন