
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে হাটহাজারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজ।
হাটহাজারী উপজেলা পরিষদের সামনে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি কে. এম মনজুরুল হক জাহেদ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ সম্পাদক মোঃ জাহেদুল আলম জাহিদ, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, সিনিয়র সদস্য মোহাম্মদ জামশেদ সহযোগী সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যতই বলা হোক সাংবাদিকরা স্বাধীন বাস্তবে কিন্তু ভিন্ন। কর্মরত সাংবাদিকদের উপর প্রতিনিয়ত হামলা, নির্যাতনের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে খুনের ঘটনা। এহেন ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সৎ সাহসী সাংবাদিকদের কন্ঠরোধ করার চেস্টা চলছে। কলমের গতি থামানোর চেস্টা করা হচ্ছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ঘটনা তার জলন্ত প্রমাণ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন