
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন হাটহাজারী উপজেলার তরুণ সংগঠক হাদী মো. জমির উদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাদী মো. জমির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শারমীন জাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাশার।
উল্লেখ্য, ২০২৪ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছিলেন।
মন্তব্য করুন