
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি :
"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি " এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদী'র আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মজিদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা সমন্বয়ক আব্দুল মান্নান মাষ্টার, যুব প্রশিক্ষিত আত্মকর্মী শামীম আহমেদ। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুন