প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৬:০১ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে জন্মদিনের অনুষ্ঠান বক্তারা দৈনিক করতোয়া একটি অনন্য পত্রিকা



মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ 

দৈনিক করতোয়া একটি অনন্য পত্রিকা। কারন দৈনিক করতোয়া নিরপেক্ষতা অটুট রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে পাঠক নন্দিত পত্রিকা হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। এটা নিসন্দেহে প্রশংসার দাবি রাখে। দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পন উপলক্ষে গতকাল মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক।
মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা এনামুল হক আরও বলেন, জেলা শহর থেকে একটি পত্রিকা সারা দেশে চালানো অসাধ্য ব্যাপার। অথচ এই অসাধ্য সাধন করেছেন দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু। তিনি বেশি করে সমস্যা ও সম্ভাবনার সংবাদ প্রকাশ করার আহবান জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা বাল্যকাল থেকে দৈনিক করতোয়া পড়ে আসছি। এই পত্রিকা পড়লে অন্য পত্রিকা পড়তে হয় না। তিনি গঠন ও দিক নির্দেশনা মুলক সংবাদ প্রকাশের  আহবান জানিয়ে বলেন, দৈনিক করতোয়া উত্তর জনপদের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আরও আলোচনা করেন মিঠাপুকুর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, হেনা মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নূরুল আজম মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, প্রবীণ সাংবাদিক মোতাহার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে  দোয়া মাহফিল শেষ করে কেক কাটা হয়। এর আগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল।

মন্তব্য করুন