প্রকাশিত: ১৪ আগষ্ট, ২০২৫, ১২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

 

 ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘন্টা হাসপাতালে বসে রেখেও ছবি তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকরা।

সূত্র জানায়, ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল ৮ আগষ্ট রাত পৌনে ৩ টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবক সহ ১৪ জন কে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে  নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২) আসমাউল শেখের মেয়ে আশিকা (৪) বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮) গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭) কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ, (০৭) কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)। উদ্ধারকৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্মাই শহরে অবৈধভাবে বসবাস করছিল বলে সূত্র জানায়। গত ০৭ আগস্ট বিমানযোগে পুন বিমানবন্দর নিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে  সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের উদ্ধার করেন। 

ধামইরহাট থানার ওসি মো.ইমাম জাফর জানান, বিষয়টি শতভাগ অবগত নয়, বিজিবি উদ্ধারকৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন