
প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আজিমুদ্দিন নামের এক আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামের আসামি আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে এক শিশুর বাবা থানায় অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।
মন্তব্য করুন