
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী
চট্টগ্রাম সংবাদদাতা:
“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি আয়োজন করেছে। আজ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার।
কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ, বাংলালিংকের আঞ্চলিক প্রতিনিধি এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও যত্ন নেওয়া সবার নৈতিক দায়িত্ব। তারা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের আহ্বান জানান।
মন্তব্য করুন